• Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

গ্রন্থাগার :


সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে একটি সমৃদ্ধ লাইব্রেরি আছে। এখানে পর্যাপ্ত পরিমাণে একাডেমিক বইয়ের পাশাপাশি অন্যান্য বইও আছে। এছাড়া দৈনিক পত্রিকা হিসেবে "প্রথম আলো" ও "সমকাল" রাখা হয়।


লাইব্রেরি কার্ড করার জন্য ভর্তির রশিদ বই এবং ১ টি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।


লাইব্রেরি থেকে বই সংগ্রহ ও জমা দেয়ার নিয়মাবলী:
১. সাধারণত ৭ দিনের জন্য বই সরবরাহ করা হয়।
২. ফরম পূরণের পূর্বে অথবা কলেজ ত্যাগের পূর্বে লাইব্রেরি থেকে নেয়া বই অবশ্যই ফেরত দিতে হবে।
৩. কোন শিক্ষার্থী বই হারিয়ে ফেললে নতুন বই ক্রয় করে দিতে হবে অথবা বইয়ের দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হবে।